অতি শিক্ষিত বউ নিয়ে ভাই,
    ভীষণ ঝামেলায় আছি।
সারাদিন সেজেগুজে ই থাকে,
  গা থেকে তাড়ায় না মাছি।


রান্নার ব্যাপারে উদাসীন,
   ফাস্ট ফুড খেতে চায়।
অনলাইন থেকে এনে বলে,
  হোম ফুড বোকারা খায়।


রাতের বেলা নানা মুভি দেখে,
    ভোর রাতে ঘুমিয়ে পড়ে।
দুপুর নাগাদ টানা ঘুমায়।
    নাক ডাকে উচ্চ স্বরে।


ঘুম থেকে উঠে আবার তিনি,
    লেগে যান নিজের সাজে।
ডাব,শসা,হলুদ গায়ে মেখে,
  ঢুকে সে লাইভের মাঝে।।


ফেসবুক তার অতি আপন,
   সারাদিন কমেন করে।
হাত থেকে ফোন রাখে না তিনি,
    থাকে ও   টয়লেট ঘরে।


মাঝে মধ্যে বন্ধু নিয়ে এসে,
    পার্টির আয়োজন হয়।
বিশেষ অতিথি  হিসেবে আমি ,
  বহন করি সব ব্যয়।।


তাহার আত্মীয়ের বিপদে,
  একপায়ে থাকেন খাড়া।
আমার আত্মীয়ের বিপদে,
  দেন না কখনো যে সাড়া।


রান্না বান্না ঘর গুছানো,
   তার দ্বারা নাহি হবে।
এজন্য তিনি কাজের মহিলা,
  গোটা তিন রেখেছে জবে।


ছোটো ছোট মাছ খাবেনা তিনি,
বড় রুই কাতাল খাবে।
মাংস ছাড়া লোকমা দিবেনা,
  ফাস্ট ফুড পেলে খাবে
      
ঋতু অনুযায়ী দিবস বুঝে,
  নানা সব পোশাক পড়ে।
ছোটো খাটো গার্মেন্টস হয়ে,
  নানা পোশাক আছে ঘরে।


প্রসাধনী কিনতে গিয়ে আমি,
ফুতুর হয়েছি সে কবে।
ঠোটে মুখের কিনতে কিনতে,
    ক্লান্ত খুব - অনুভবে