সাঈদী ছিলো বাংলাদেশের,
  ইসলাম প্রচারের দূত।
আল্লাহ তায়ালা তাহাকে,
রহম করো লক্ষ- নিযুত।


সাঈদীর বয়ান শুনিয়া,
অনেকে পেলো পথের দিশা।
আলোর পথে যাত্রা করত:
  কেটে গেল ঘোর  অমানিশা।


সাঈদী ছিলো দেশের গর্ব,
  সারা দুনিয়ায় ছিল যশ।
অন্যায়ের বিরুদ্ধে তীব্র,
  যাকে করা যেতো নাহি বশ।


সাঈদি ছিলো দেশ প্রেমিক,
দেশ ভালোবেসে প্রাণ খুলে।
বহির্দেশীয় তাবেদারী কে,
  চেষ্টা করেছেন নির্মুলে।


সাঈদি ছিলো মহান নেতা,
  জয়ী হতেন বিপুল ভোটে।
ধর্ম বর্ণ নির্বিশেষে এসে,
  ভালোবাসার পুষ্প ফোটে।

সাঈদী ছিলো ফুলের মতো,
  যার গন্ধে আকুল হয়ে।
নানা ধর্মের মানুষ এসে,
মুসলমান  হতো নির্ভয়ে।


সাঈদী ছিলো খোদার প্রেমে,
   মশগুল মাশুক প্রবীণ।
তার হস্তে বায়াত নিয়ে,।
   পথের দিশা পেতো নবীন।