ধর শালারে ধর,
  দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে,
দীন হীনের ঘাম ঝড়িয়ে।
গড়ে দালান ঘর।
ধর শালারে ধর।


ধর শালারে ধর,
অফিসের ফাইল আটকে,
জনগণের মুড়ো চটকে।
কাঁদায় নারী -নর।
ধর শালারে ধর।


ধর শালারে ধর।
  রোযার সময় এলে পরে।
খেজুরের দাম বেশি করে।
বাড়িয়ে দেয় কর।
ধর শালারে ধর।


ধর শালারে ধর।
জনগণের মুখের খাবার।
মনে করে নিজের বাবার।
ভরে নিজের ঘর।
ধর শালারে ধর


ধর শালারে ধর,
যারা অশ্লীলতা ছড়িয়ে,
মিডিয়া গুলো দেয় ভরিয়ে।
চরিত্র নাশী ঝর।
ধর শালারে ধর।


কবিতা : ধর শালারে ধর।
কবি: এম এম মিজান