শব্দের বেগ।


কান্না হাউমাউ।
আগুন দাউদাউ।
বাতাস শো শো
লাটিম ভো ভো।


পরে যায় ধপাস।
গালে তে চড় ঠাস।
হাঁস ডাকতে তৈ তৈ।
পালিয়ে যায় রৈ রৈ


জনাকীর্ণ গম গম।
আতঙ্কে থম থম।
অট্ট হাসি খিলখিল।
ছোট পদ পিলপিল।


নাচতে ধিন ধিন,
ব্যাথাতে চিন চিন।
দাত ব্যাথা শিন শিন।
বিচ্ছিরি ঘিন ঘিন।


বন্যার পানি থৈ থৈ।
গোলমেলে হৈ হৈ।
ফুলের সুবাস মৌ মৌ।
ঘোমটা টেনে বৌ বৌ।


বিনে মুল্যে ফাও ফাও।
তালে মিলে ভাও ভাও।


খালি পেটেতে চো চো।
ভেপুর সুর পো পো।


বেশি লাল টুক টুক,
দুধ খাও চুক চুক।


উনুনে পানি গটগট।
বাচাল মুখে পটপট।
তাড়াতাড়ি ঝটপট।
ব্যাকুলতা ছটপট।


নতুন নোট কড়কড়ে।
পুরনো ঘর নড়বড়ে।


বেড়ে যাওয়া  তড়তড়।
রেগেমেগে গড়গড়।