শাশুড়ী তাহার হেসে হেসে বলে
   এতো বেয়াড়া বৌমা হলে কি চলে?
বিয়ের হইলো মাস কয়েক গত
বেয়াইন দেখি বিস্মৃতি রইলো অবিরত!
কোন জাতের পাল্লায়  পড়লাম!- রে বাবা?
আমার গুণধর ছেলের ঘারে ঝুলিয়ে - এভাবে গুষ্টি সমেত ভুলে যাবা!
আমাদের ও তো সমাজ বলে কথা!
পাশের বাড়ির মল্লিকার মেয়ে - তথা!
কত ভুরি ভুরি মাল সামানা,
শকট ছুটে নিয়ে একটানা!
ভরিয়ে দিলো হৃদয়ের ভিতর বাহির!
সারা গায়ে এই কৃতিত্বের হইলো যাহির!
ধ্যাৎ খারাপ ছিল ললাট!
অপাঠ্য বইয়ের চকচকে মলাট!
তাই দেখে আগ্রহের ক্ষীর জমে,
এতো নিচু বংশের সাথে আত্মীয়তার শরমে!
ঘটক বেটাকে আস্ত যদি পেতাম!
আস্ত গিলে খেতাম।
ভুলিয়ে ভালিয়ে আমার চাকরি জীবি ছেলেটারে!
আহ কত্তো বড় সম্বন্ধ আসলো -" কাজী বাড়ি"।
গলা ভর্তি জহরত আর টাকা কাড়ি কাড়ি!
যান্ত্রিক দ্বিচক্রযান আর গৃহ শয্যার  মুল্যবান সব!
ঈদের-পূজার উপঢৌকন তো দিবে ই!
ফির-শোয়ারী তে শ্বশুর গাড়ি পাঠিয়ে নিবেই!
অথচ আজ পড়লাম হাভাতে বংশের সনে!
কন্যার বাড়িতে পাঠানো নেই মনে