স্বপ্ন দেখি দেশটা থেকে,
   স্বৈরাচার নিপাত যাবে।
দেশের মালিক জনগণ,
    প্রকৃত অর্থে পূর্নতা পাবে।


স্বপ্ন দেখি দেশটা হবে,
    সত্যিকারের বাংলা খাটি।
যে যার অবস্থান থেকে,
      সোনা ফলাবে দেশের মাটি।


স্বপ্ন দেখি দেশটা থেকে,
    দূর্নীতির মূল কেটে যাবে।
সমাজের সর্ব স্তরেই,
   যে যার অধিকার পুরো পাবে।


স্বপ্ন দেখি দেশটা থেকে,
   জুলুমবাজের নিপাত হবে।
শান্তিপ্রিয় বাঙালি জাতি,
   সুখ শান্তি তে দিন কাটাবে।


স্বপ্ন দেখি দেশটা হবে,
   বঙ্গবন্ধুর সোনার বাংলা।
সোনার মতো মানুষ হবে,
   কেউ করবে না অবহেলা।


স্বপ্ন দেখি দেশটা হবে,
     ধন ধান্য পুষ্প ভরা।
সুখ শান্তি তে রবে সবে,
  থাকবে না রোগ ব্যাধি জ্বরা।


কবিতা :স্বপ্ন দেখি
কবি : এম এম মিজান