যতদিন রবে বাংলার বুকে
   মুয়াজ্জিনের আজানের সুর।।।
সিদুর রাঙা হিন্দু বধুয়ার
  সাজের ও উলুধ্বনির সুর।


যতদিন রবে  বইয়ের লিপি
  বিলাবে জ্ঞানের ফুল-কলি।
ততদিন মুজিব তোমার নামে
  রচিত হবে নব সুরাঞ্জলি
    


।যতদিন রবে বাংলার বুকে,
পদ্মা, মেঘনা যমুনার ঢেউ।
ততদিন ই রবে তোমার কীর্তি
মুছতে পারবে না তা কেউ।


যতদিন রবে বাংলার বুকে
  ধানের ক্ষেতে পবনের দোল।
ততদিন রবে তোমার নামে
  সুবচনী প্রশংসা বোল।


যতদিন রবে বাংলার আকাশে
  ডানা মেলে চলা মুক্ত  বলাকা।
ততদিন কেউ ই নেভাতে পারবে না।
তোমার খ্যাতির জ্বলন্ত শলাকা।


যতদিন রবে বাংলার মেঠোপথ।
  যতদিন রবে রাখালের হাতে বাশী।
ততদিন ই বাংলার আম জনতা,
  বলবে, -"হে মুজিব তোমায় ভালোবাসি"।


হে মুজিব তুমি ঘুমিয়ে মাটির ঘরে!
  জেগে ওঠে কুড়াল মারো দূর্নীতি পরে।
তোমার আদর্শ ভুলে গিয়ে থাবা মারে!
   গরীবের গ্রাস মুখ থেকে নেয় কেড়ে?


তোমার আদর্শ চর্চা করেনা কেউ ই,
   কেবল ব্যাস্ত রয় সম্পদ লাভে।
মুজিব কোর্ট তাদের ধনী করে দেয়,
   আঙুল ফুলে কলাগাছ ই হয়ে যাবে।