খসে পড়লো গগন থেকে,
  উজ্জ্বল আলোর তারা।
থেমে গেলো সুর লহরীর,
মন মাতানো সুরের ধারা।


থেমে গেলো কোরান শোনার,
    ঋদ্ধ -শুদ্ব সুর মায়া ।
আলেম- ওলামা কেঁদে ফেরে,
  হারিয়ে বট বৃক্ষের ছায়া।


ভেঙে হলো  লাখো আলেমের,
  হৃদয় পিঞ্জর খান খান।
কোরানের পাখি উড়ে গেছে,
  গাইবে না ময়দানে গান।


সুবাশ টুকু হারিয়ে গেল,
হারিয়ে গেল ফুলের রেণু।
বাংলা থেকে হাড়িয়ে গেল,
সাত রঙের শোভিত  ধেনু।