প্রভুর প্রতি নিবেদন।।।।।।। ।।।।
।।।।।।।।।।।।।।


ওগো দয়াময়


যেমন করে পিতা আমার
   বাসতো অশেষ  ভালো।
তেমন তুমি তোমার কাছে
  রেখো তাকে ভালো।


যেমন করে স্নেহ মেখে,
   তুলতো টেনে কাছে।
তুমি ই হলে রহিম -অতি
    দয়ার আর কে আছে?


তুমি তাকে লালন পালন,
   করো আপন হাতে।
ছোট্ট বেলায় যেমন করে,
  থাকতো আমার সাথে।


যেমন করে বাবা আমার,
খাবার দিতো মুখে।
বেহেশতী চীজ তাকে দিয়ো,
  বলি যে মাথা  ঝুঁকে।


আদর করে যেমন ভাবে,
   ঘুম পাড়িয়ে দিতো।
সুখের নিদ্রা দাওগো তাকে,
  সেজদা শতো শতো।


আধাঁর তরাসে বাবা তুমি।
শীতল শয্যা নিয়ে!
ফরিয়াদ প্রভুর লক্ষ লক্ষ,
  রেখো আলোক দিয়ে ।


স্রষ্টা তুমি তো ওয়াদুদ,
  প্রেমের কীর্তি ধরে।
কুদরতি হাতে দিয়ে এসে,
  সেজদা তোর তরে।


রোগ দিয়ে শোক দিয়ে তুই,
দিলি কষ্ট কতো।
তোর কাছে তুই ভালো রেখে,
  মিটা জ্বালা যতো।


তুই ছাড়া তো অন্য কিছু তে,
  এই শীর না ঝুঁকে!
তোকে ই মানি,তোকে ই জানি,
  রহিম বলে তোকে।
  
  
🍒🍒🍒🍒🍒🍒
বাবা মানে,,,,,
🍒🍒🍒🐵🐵🐵


বাবা মানে বট বৃক্ষ,
মিষ্টি শীতল ছায়া।
বাবা মানে হৃদ মাঝে
অন্যরকম সে মায়া।


বাবা মানে তীব্র  দুখে  
  মাথার উপর ছাতা।
বাবা মানে নানা ছলে
  অর্থ চেয়ে হাত পাতা।


বাবা মানে নির্ভরতা,,
বিশাল বড় বল।
বাবা মানে দূর্যোগেও
সামনে এগিয়ে চল।
  
বাবা মানে তীব্র রোদে,
মাথায় রাখা ছাতা।
বাবা মানে তীব্র শীতে,
  নকশা  করা কাঁথা।


বাবা মানে ছোট শিশু,
  খেলার প্রিয় সাথী।
বাবা মানে শত কিছু,
  নেয় যে মাথা পাতি।


বাবা মানে প্রিয় গুরু,
  প্রথম বিদ্যালয়।
বাবা মানে সর্ব কাজে
  প্রধান পরিচয়।


বাবা মানে হাতে হাতে,
  হেটে চলতে শেখা।
বাবা মানে সন্তানের
  সুখ,-সড়ল রেখা।


বাবা মানে নিজে পুড়ে,
সোনা গড়ার পাত।
বাবা মানে সর্ব কাজে,
  শীরে দোয়ার হাত।


বাবা মানে রোদে পুড়ে,
  খাবার মুখে তোলা।
বাবা মানে ভালোবাসা।
   যায় না তাকে ভোলা।


বাবা মানে  নয়া রণে,
  নতুন জয়-গান।
বাবা মানে বিধাতার,
সর্ব শ্রেষ্ঠ দান।
  
,,,,,,
বাবা নেই যার,,,,


এ দুনিয়ায় বাবা নেই যার,
দুনিয়ার সব সুখ ছাই তার।
  
  এ দুনিয়ায় বাবা নেই যার,
দুনিয়ার কিছু  যেন নাই তার।


এ দুনিয়ায় বাবা নেই যার।
সে জানে জীবন কতো অসার।


এ দুনিয়ায় বাবা নেই যার।
অতি কষ্টে দিন কাটে তার।


এ দুনিয়ায় বাবা নেই যার।
সুখগুলো  হয় যে ছাড় খার।


এ দুনিয়ায় বাবা নেই যার।
ভবিষ্যত হয়ে যে অমানিশার।  


এ দুনিয়ায় বাবা নেই যার।
দু:খ বোঝার মানুষ নেই  আর।


এ দুনিয়ায় বাবা নেই যার।
অতি কষ্টে জীবনটা করে সে পার।


এ দুনিয়ায় বাবা নেই যার।।
ঠাই পাবার জায়গা নেই তার।


এ দুনিয়ায় বাবা নেই যার।
কথায় কথায় ধরে তার ঘার।


এ দুনিয়ায় বাবা নেই যার।
হৃদয় থেকে রক্ত ঝরে তার।