গরম হাওয়ায় চরম ভাবে
    খাচ্ছি যেন খাবি।
বাতাস আসুক -বৃষ্টি আসুক,
   করছি নিত্য দাবি।


বসে থেকে ও ঘামছি কেবলই,
   কাজ যায় না করা।
তীব্র গরমে নোটিশ এলো বুঝি
  ছারতে হবে ধরা।


গাছের পাতা একটু ও নড়েনা,
    শীতল নেই যে জল।
ঘর্মাক্ত দিনমজুর খালি পেটে,
   আঁখি তে ছলছল।


বিদ্যুৎ কেবল ই খেলতে থাকে,
    চোর পুলিশ খেলা।
দ্রব্যমূল্যের তীব্র  গরম এসে,
   মারে নতুন ঠেলা।


গরম থেকে বাচতে বিত্তশালী
   চালায় কত কিছু।
তীব্র রোদে চামড়া সেকে গরীব,
   ছুটে খাদ্যের পিছু।


২) গরম থেকে শরম,,,


বলতে চাই না শরমে,
বাচিনা তীব্র গরমে।
লোডশেডিং চরমে।
পারি না যেতে করমে।
দিতে পারিনা মন ধর্মে।
শয্যা সঙ্গী কোন ক্রমে,
ঠেলে সরায় এই ভ্রমে,


৩) বাতাস যেন ভুলে ই গেছে,
       ঝিরিঝিরি করে বহা।
গরম তাই বেজায় ক্ষ্যাপা,
  যায় না কিছুতে সহা।


আকাশ যেন ভুলে ই গেছে,
  বৃষ্টি দেয়না তাই।
গরমে তাই হচ্ছি গলে,
আইসক্রিম - মালাই!!


বাতাস বলে আকাশ বলে,
  ভুলিনি তোদের কবু।
বৃক্ষরাজি বিনাশ করে,
শীতলতা চাস তবু??