ভাল লাগে না কিছু ই আমার,
সদাই দীর্ঘ শ্বাস।
গণতন্ত্রের নামে আমজনতা
কেন খাবে বাশ?


ভাল লাগে না চলতি পথে,
অনাচারের ঢেউ!
চোখ বুজে হাটছে সবাই
বাধা দেয়না কেউ।


ভাল লাগে না শিক্ষা অর্জনে,
   কাড়ি কাড়ি টাকা।
চাকরির বেলায় নিয়োগ বাণিজ্য
   গরীব মেধাবীর সজল চেয়ে থাকা!


ভাল লাগে না টাকার কুমিরেরা
     সন্তান পড়ায় বিদেশ নিয়ে।
দেশীয় শিক্ষার উন্নয়নের ছবক
  তারাই চলছে কেবল দিয়ে।


ভাল লাগে না গল্প-কবিতার
  ভিউ ভীষণ কম!
আমোদের নামে নীলছবির ভিউ,
  ততরতরিয়ে বেড়ে যায় হরদম।


ভাল লাগে না মন্ত্রী - এমপিরা
   সর্দি হলেও উড়াল দেয় ভীনদেশে।
সরকারি হাসপাতালের চিকিৎসা নিতে
   সবক দেয় হেসে হেসে!


ভাল লাগে না প্রেমের নামে
   দেহের ক্ষুধা মেটানো!
একাধিক প্রেম করে ও
  নিজেকে ভার্জিন রুপে প্রকাশ ঘটানো!


ভাল লাগে না আমার প্রতি
   তোমার অবহেলা।
মিত্রতা করতে এসে এখন
   শত্রু শত্রু খেলা!


ভাল লাগে না শিক্ষকতার আড়ালে
   ছোট ছোট শিষ্যদের যৌন হামলা!
ন্যায্য দাবী নিয়ে মাঠে নামলে
   পুলিশের অন্যায় মামলা।