কাঁচা মরিচের ঝালে,
   পুরছে সবার গাল।
এক কেজি কিনতেই,
   উঠছে পিঠের ছাল।


সাহস করে কেউবা,
  কিনে ফিরে বাড়ি পানে।
চুরির ভয়ে লুকায়,
    গোপন কোন স্থানে।


বিয়ে বাড়িতে কেউবা,
    উপহার দিয়ে আসে।
মরিচ পেয়ে বধুয়া,
   ঘোমটার নিচে হাসে।


কেউবা আবার কিনে,
    পাতের সামনে রাখে।
অনুভূতি দিয়ে খায়,
    মরিচের ঝালটা কে।


শুনলাম চুরি হলো,
   রমিজ মিয়ার ঘরে।
সব রেখে চোর বেটা,
  মরিচ নেয় অঘোরে।


মরিচ বেপারি নাকি,
  ব্যাবসার টাকা দিয়ে।
দুইটা মোটকা মেয়ে,
   দিয়েছে এবার বিয়ে।


ভাত পাতে ধার নিতে,
  এলে করিমের মায়।
লুঙির নিচে গুঁজিয়ে,
  হাবু করে হায় হায়।

ইংরেজি পরীক্ষায়,
   কমন এবার বেশি।
কাঁচা মরিচ প্যাসেজ,
   সাথী পড়ে দিবানিশি।


সুদী হাশু বলে দিছে ,
    মরিচে লাগাবে টাকা।
অন্য কিছু তে হবে না,
  যতো বলো বাবা - কাকা।