টাকা টাকা টাকা,
  চায় বাবা কাকা,
চায় বোন ভাই


টাকা ছাড়া ফাঁকা,
যায় না তো থাকা।
যেখানেই যাই।


টাকা টাকা টাকা,
খুঁজে সবে টাকা,
হোক বেশি বেশি।


টাকা ছাড়া বাকা,
আঁধারেতে ঢাকা।
চলে যায় হাসি।


টাকা টাকা টাকা
মধু দিয়ে মাখা।
পেলে লাগে ভালো।


টাকা নাহি পেলে,
নাহি সুখ মিলে।
মুখ হয় কালো।


টাকা টাকা টাকা,
সুখ যায় আঁকা
যদি হাতে থাকে।


টাকা বিনে বাঁচা
বোকা হয়ে নাচা।
ব্যাথা ঝাকে ঝাকে।