তোমার বাবা হয়তো শিক্ষিত,
   অনেক জ্ঞানী গুনী।
আমার বাবা অল্প শিক্ষিত,
  আমার সুখের খনি।


তোমার বাবা বাড়িতে ফিরতে,
   মজার খাবার আনে।
খালি হাতে আসলে ও বাবায়,
  ভাসি আনন্দ - বানে।


তোমার বাবা সুটেড বুটেড,
    কেতাদুরস্ত থাকে।
আমার বাবা অগোছালো বেশ,
   দারিদ্র্যর দুর্বিপাকে।


তোমার বাবা ডাক্তার- চাকুরে,
  গর্বে পরিচয় দাও।
আমার বাবা কৃষক- মজুর,
    জোরে বলি শুনে নাও।


আমার বাবা কৃষক হলেও,
   সততা তাহার পুঁজি।
অন্যর হক মেরে খায়না,
   বলি শোনো চোখ বুজি।


তোমার বাবা কিনে আনে নিত্য
  দামি পোশাক -খাবার,  
আমার বাবা শাক, ডাল ভাতে,
  নিত্য তৃপ্ত -সাবার।