শুধু বেড়ে যায়
বাংলাদেশে রাত পোহালে,
বাড়ে পণ্যের দাম।
নিত্য পণ্যের হঠাৎ দামে
ক্রেতার ছুটে ঘাম।
সকালে যেটার একশত,
বিকেলে পাবে দুশো।
দাম বাড়ার বাড়াবাড়ি তে,
যায় চলে হুশ ও।
ইচ্ছে হলেই দাম বাড়ে,
দেখার কেউ নাই।
মন্ত্রী ই ব্যাবসা চালায়
দাম বাড়ায় তাই।