তোমার এই নম্বর ধরায়
     সবাই দেখি স্বার্থ নিয়ে চলে।
রিক্তের বেদন বোঝে না কেহ,
   বল? কিসে তাদের মন গলে?
স্বার্থের ভীড়ে বার বার ফিরে
    মন যে চায় একটু সহমর্মিতা।
এদের মন বলে কিচ্ছু নেই প্রভু!
পাথুরে হৃদয়ে এদের কারুকার্যতা।


পাথুরে হৃদয়ে স্নেহের জলে
    ভিজানো যায় না এদের দিল।
এরা কেবল খুঁজে বেড়ায়,
   স্বার্থের সাথে স্বার্থের মিল।


এদের হৃদয়ে রোপণ হয়না,
  সুগন্ধি পুষ্পের চারা।
এরা কেবল খুঁজে বেড়ায়
প্রেমহীন জীবন ধারা।


স্বার্থের নিকুঞ্জকাননে এরা চষে বেড়ায়,
    "স্বার্থে সচলায়তন নীতিমালা"- প্রয়োগ করে ধুম।
  স্বার্থের মাঝেই এরা খুজে পায়,
তীব্র শীতেও গা- সহা উম।


স্বার্থের তরে এরা করে,
  নানান ফিকির - ফন্দি।
স্বার্থের জন্য ই লালিত সততাকে,
  নির্মমভাবে করে বন্দী।


স্বার্থের জন্য এক মুহূর্তে,
  ভালোবাসার দেয় কবর।
স্বার্থের জন্য ই এরা কাছে আসে,
  স্বার্থ ফুরালে ই নিখোজ খবর।


স্বার্থের নিমিত্তে এরা গাছে তুলে,
   স্বার্থ ফুরালে সরায় মই।
স্বার্থে এরা তুলোর চেয়ে নরম,
  স্বার্থের পরে হারিয়ে যায় রৈ রৈ
"স্বার্থপর সবাই " এই বসুধায়।
   ঘুরছে নানা মতলবে।
নিজের স্বার্থ কুক্ষিগত করতে।
অন্যর স্বার্থে কেন আঘাত দিতে হবে?


স্বার্থের ভীরে স্বার্থের নীড়ে,
কতশত গুপ্ত ফাদ।
স্বার্থের জালে বার বার ঠুকে
দীনের রঞ্জিত প্রত্যয় সাধ।


স্বার্থের কষাঘাতে,,,,
এম এ মিজান
১৬/১১/২০২২ আমার ফেসবুক টাইমলাইন থেকে নেয়া।


🍒🍒🍒😀😀😀


কে ভালো?


আমি ভালো মন্দ তুমি
আমি সুবাশ - গন্ধ তুমি


আমি হাসি - কান্না তুমি।
আমি তাজা - বাসি রান্না তুমি!


আমি পথ - কাটা তুমি।
আমি জোয়ার - ভাটা তুমি।


আমি উর্বর - নিষ্ফলা প্রান্তর তুমি।
আমি শান্তির পরশ - নির্জলা কষ্ট তুমি।


আমি উজ্জ্বল - তুমি মেটে
আমি লম্বা - তুমি বেটে।


আমি শিক্ষিত তুমি - তুমি গাধা।
তুমি কালো - আমি ফকফকা সাদা


আমি উত্তম - তুমি অধম।
আমি গোলাপ - তুমি কদম।


আমি জ্ঞানী - তুমি একেবারে গাধা।
আমি দুধ- তুমি চনা- লাদা!


আমি উচু বংশের - তুমি নীচ!
আমি অগ্রসর - তুমি পিছ।।


আমার চেয়ে এই জগতে
   ভালো আছে কে?
অহমিকায় দেশটা আজ
    তমশায় গেছে ঢেকে।।


নিজের দোষ নিজের
   চোখে পরে না কভু।।
পাপের পাহাড় গড়েও
   নিষ্পাপ ভাবি তবু।


অন্যর চেয়ে ভালো ভাবা
   নেহাৎ বোকার কাজ।
কাক যেমন খুশি হয়
   নিয়ে ময়ুরের সাজ!


সবার চেয়ে আমি খারাপ
    আমার ভালো হতে হবে আরো।
নিজের দোষ নিজে খোঁজ
   নয়তো অন্য কারো।


অর্থবিত্ত বংশের গৌরব
   নয়তো প্রভুর কাছে দামী।
পূন্যের জোরে হাবশি আদম
    হয়েছে খোদার কাছে অগ্রগামী।


কে ভালো কে মন্দ
   বিচার করার ক্ষমতা কি আছে?.
যাকে হীন অপরাধী ভাবো
  হয়তো সে প্রিয় সৃষ্টি কর্তার কাছে?


দুনিয়ার ভালো দুনিয়ার কালো
   নয়তো প্রভুর চাওয়া।
স্রষ্টার ভয় কি আছে হৃদে!
   হয়কি পুণ্যের কাজ ধাওয়া?


অন্য কে নিয়ে না মেতে
    ভাব তোমার লেনাদেনা।।
কতটা তুমি ভালো কাজে
   করেছে আনাগোনা?


    


অসম্পূর্ণ,,,,,,
এটা জীবনের কবিতা যা কখনো শেষ হবার নয়। তাই একটু জোর করে ই থামিয়ে দিলাম।