বসন্তের আহবান


এম এম মিজান


ন্যাড়া শুষ্ক বৃক্ষের চামড়!
   সতেজ হবার এলো ক্ষণ।
এলো বসন্ত দখিনা হাওয়া
    নিজেকে গড়ার দৃড় পণ।


শখের সবুজ পাতাবাহার
    নিয়েছে শীত ঝেড়ে কেড়ে।।
ঠুডো - ন্যাড়া পত্র পল্লব
    সাজাব বসন্তের রঙ নেড়ে।


পুরনো জীর্ণতা -শীর্নতা
    ভেঙে চুরে কর একাকার
নতুন কুড়ির মঞ্জরি  দিয়ে
  ভেঙে ফেল সব কদাকার।


দখিনা হাওয়াতে দোল খেয়ে
  দুলিয়ে দে অর্বাচীন হাওয়ার মাঝে।
নব প্রত্যয়ে নব প্রেরণার রঙিন পাল তুলে।
  ভাসিয়ে দে তরণী পয়োধি নাজে।


রুক্ষ ত্বকে ভৈক্ষ ছকে
   কাচি তুলে দে ক্ষুর!
যা অ নির্মল - মুমূর্ষু র গল
  তুলে দে বাসন্তী বারী সুমধুর।


তুলে ফেল খুলে ফেল সব
    গা সকলে শিকল ভাঙার গান।
ষণ্ডার- ভন্ডর ছোয়া ভন্ডুল করে.
     নিয়ে আস সঞ্জীবনী নব সোপান।


খুলে দে দখিনা গবাক্ষ
   ভেঙে ফেল বায়ু রোধি খিল।
নব বসন্তের নব হসন্তি
    জুড়ে দে শুধু সুকান্ত মিল


,,,,,, ভালোবাসা দিবস!
🍒🍒🍒🍒🍒🍒


ভালোবাসা দিবস!
প্রেমের পরশ!
উদ্যাম আলিঙ্গণ বরষ?