সুযোগ পেলে এসো তুমি,
   করবো না তোমায় বারণ।
চাইবো না  জানতে  এতো
    দেরি হবার কি কারণ।


সুযোগ পেলে হেটো তুমি,
    আমার রোদ্দুর কায়ায়।
অবাক করে ভালোবেসে
     জড়িয়ে রাখব মায়ায়।


সুযোগ পেলে চেয়ে দেখো,
    প্রেম জড়ানো মায়ার চোখে।
অন্য কারো মায়ার কথা,
    তখন কি আর মাথায় ঢোকে?


সুযোগ পেলে গেয়ে দেখো,
    আমার সুরের তাল লয়।
তোমার জন্য তানপুরা,
    সুর তুলবে এ জগতময়।


সুযোগ পেলে ডেকে নিও,
  তোমার বিষাদের বেলায়।
নিজের সবটুকু বিলিয়ে,
  রব  নিজে অবহেলায়।


সুযোগ পেলে টেনে নিও
    বসতে দিও তোমার পাশে।
আবার তুমি কাছে নিবে
৷ থাকি এই বেহাল আশে।