আল্লাহর নামে ভরসা করে,
লেখা করলাম শুরু।
সালাম গ্রহণ করবেন প্রিয় ,
ময়- মুরুব্বি, গুরু।


মহা গ্রন্থ কোরান মাজীদের,
পাড়া ত্রিশ, রুকু এক।
সপ্ত আয়াতের  মক্কী সুরা,
মাউন সবাই শেখ।


আল্লাহ বলেন  মুহাম্মদ!
দেখেছো কি তাকে কভু?
বিচার দিবস যে অস্বীকার,
  করে দেখে সব তবু।


সন্দেহ নেই সেই পাপী তাপী,
   ইয়াতিম কাছে এলে।
রূঢ়ভাবে তাড়ায় পাষণ্ড,
   দূরে নেয় ঠেলে- ফেলে।


তৃতীয় আয়াতে আল্লাহ বলে,
  কুলাঙ্গার নয় সে কি?
মিসকিন  কে  খাদ্য দান করতে
যে   উৎসাহ  দেয় নি!


প্রভু ঘোষণা করে লানত হোক,
  সালাতে অমনোযোগী?
মুয়াজ্জিনের আজান শুনেও,
    নামাজে  যায়না দাগী।


সালাত আদায় করলে ও তার,
   রুকু সেজদায় ধোকা।
অসময় নামাজে আদায় করে,
   দিক বোঝে না তো বোকা।


লোক দেখানো নামাজ পড়ে যিনি  
    প্রভুর লানত তাকে।
সকল বন্দেগি প্রভুর তরে,
   সাড়া দে প্রভুর ডাকে।


শেষ আয়াতে আল্লাহ বলেন,
  লানত হউক তার।
গৃহস্থালি পণ্য ধার দিতে যে,
  গড়িমসি বারবার।


দা কুড়াল খুন্তি পাতিল কিবা,
  ছোটো খাটো অন্য কিছু।
অন্যর ব্যাবহারে এগিয়ে দিবে,
     সাহায্য করবে পিছু।