হারামের আরাম নেই।
অত্যাচারীর ব্যারাম নেই।


দুর্বল কে সবাই চাপে
  বলিষ্ঠ কে  ভয়ে কাপে।


সৎ লোকের শত্রু জাদা
অসৎ লোক শক্তিতে বাধা।


হারামে মজা বেশি
হালাল পথে কষ্ট বেশি


সত্য কথা বেজায় তেতো
মিথ্যা বচন মধুর মতো।


সফল লোকের আত্নীয় বেশি।
গরীব আত্নীয় পরিচয়ে লজ্জা বেশি।


বোকা কাজের পরে ভাবে।।
পেটুক হাত ধোয়ার আগে খাবে।


জাহেলের জ্ঞান গরিমা বেশি।।
শিক্ষিতের অর্থকষ্ট বেশি।


বণিতার সাজ বেশি।
বেকারের কাজ বেশি।


অতি কর্মকারের  ভাঙা বেড়া।
পরকাল লোভীর জামা ছাড়া।


মানের চেয়ে পণ্য এডে চলে।
লোভীর ঈমান সামান্যতেই টলে।


কথায় কথায় বক ধার্মিক খোদার ভয় দেখায়।
আমলহীন বক্তা জনগণকে আমল শেখায়!


সত্য কথায় মামু বেজার।
গরম ভাতে বিড়াল বেজার।


তেলবাজের কাজ চলমান থাকে।
সৎ লোকের কাজ যায় আটকে।


সুখ দুখ মানুষ কে ব্যাস্ত রাখে।
কুলাঙ্গার শাশুড়ী কে মা ডাকে।


অসমাপ্ত,,,,,