শিক্ষক আছেন যারা,
চরম অবহেলিত তারা।
বেতন ভাতা নিতান্তই কম।


ঋণের জালে জড়িয়ে।
দু:,খ কষ্টে ভরিয়ে।
মুখ লুকিয়ে কাদছে হরদম।


বেতনের টাকা দিয়ে,
  চাল-ডাল কিনতে গিয়ে।
মাছ গোস না কিনেই ফিরে বাড়ি।


অর্ধাহারে অনাহারে,
কাটে দিন তার আহারে?
তবুও জ্ঞানের আলো করে ফেরি।