১) বৃক্ষ লীপি
এক আর দুই,
বর্ষায় চলো গাছের চারা রুই।
তিন আর চার।
গাছের যত্ন নেও বারবার
পাঁচ আর ছয়।
গাছ ছাড়া পৃথিবী হবে মরুময়।
সাত আর আট
গাছ দিয়ে ভরো সকল মাঠ ঘাট।
নয় আর দশ
গাছের ছায়ায় প্রাণ জুড়াতে বস।
এগারো আর বারো
যত ইচ্ছে বৃক্ষ লাগতে পারো।
তেরো আর চৌদ্দ,
বৃক্ষ করে বন্যার সাথে যুদ্ধ।
পনের আর ষোল
বৃক্ষ প্রেমে ভালোবাসার দ্বার খোল।
সতেরো -আঠারো হলো।
পরিত্যক্ত মাঠে চারা লাগাতে চলো।
উনিশ আর বিশে,
কার্বন যাচ্ছে নি:শ্বাসে মিশে।
২) মুজিব তুমি
মুজিব তুমি ঘুমিয়ে থাকো,
শীতল মাটির অঙ্গে।
নির্ঘুম হয়ে পাহারা দিব,
তোমার সোনার বঙ্গে।
মুজিব তুমি হিমালয় যেন,
মাথা নোয়াবার নয়।
তোমার আদর্শ চর্চা করে ,
টুটাই মোদের ভয়।
মুজিব তুমি হৃদয়ে রবে,
হাজার বছর ধরে।
তোমার ত্যাগে বাংলা আজ,
পেলাম আপন করে।
যতদিন রবে নদীর ঢেউ,
পাখপাখালির গান।
ততদিন গাইবে সবাই
তোমার -ই -জয়গান।