সব ঋতুর প্রাণ ঋতু,
   বর্ষা ঋতু আবার এলো।
সবুজ পৃথিবী গড়তে,
  বৃক্ষ লাগাই সবে চলো।


একটি বৃক্ষ কেটে নিলে,
  তিনটি বৃক্ষ রুয়ে দিও।
বৃক্ষের নিচে শুয়ে শুয়ে,
  নির্মল বায়ু শুষে নিও।


ফলজ কিংবা বনজ
লাগাও তুমি খুশি মনে।
গাছ তোমার প্রিয় জন।
  যাবে তোমার শেষ ক্ষণে।


গাছের পাতা কিবা ফল,
  পশুপাখি খেয়ে ফেললে।
তোমার জন্য সদকাহ,
  রাশি রাশি সোয়াব মিলে।


বৃক্ষ তোমায় বুক দিয়ে,
   ঝড় থেকে আগলে রাখে।।
বৃক্ষ ছাড়া মরু পৃথিবী,
   দূর্যোগ কেবলই ডাকে।


বন্ধু তোমার বিপদে,
   বৃক্ষ রবে বন্ধু  বেশে
তোমার আর্থিক সমস্যা,
  দূর করবে ভালোবেসে।


বৃক্ষ ছাড়া মানব জাতি,
  টিকবে না তো বেশি দিন।
নির্বিচারে বৃক্ষ কাটলে
   বন্যরা হয় গৃহহীন।।


বন্য প্রাণী বিলোপ হলে,
   প্রকৃতি ছাড় দিবে কভু?
নানান রোগ যাবে বেড়ে,
   যতই করো প্রভু প্রভু।