সত্য বলো যদি ও তোমার,
   বিরুদ্ধে যায় চলে।
প্রভু তোমা বরকত দিবে,
     সত্যবাদী তুমি হলে।


সত্য বলার অভ্যাস কর,
   সেই শিশুকাল থেকে।
জীবন যাপন কর তুমি,
  সত্যর পরাগ মেখে।


সত্য নিয়ে প্রভুর প্রেমের,
      গাইবে খুশির গান।
সত্য ছাড়া হাটলে তখন,
     দেখবে দুখের বান।


সত্য ছাড়া যতই জীবন,
     থাকবে ফুলের সাজে।
পরিশেষে দেখবে তোমার,
   জীবন ভীষণ বাজে ।


সত্য যতই তিক্ত হবে,
    দুর্বল করোনা মন।
সত্যর ফল সর্বদা হয়,
   মিঠে মনের মতন।


কবিতা : সত্য বল
কবি: এম এম মিজান