মুজিব মানে,
এম এম মিজান।
মুজিব মানে বুলেটের সামনে,
আপোষহীন বীরের ছবি।
মুজিব মানে বাংলার আকাশে,
জ্বলজ্বলে এক রবি।
মুজিব মানে বাংলা ভাষা,
প্রাণ খুলে ভাবের প্রকাশ।
মুজিব মানে ধরার বুকে,
স্বাধীন দেশের আকাশ।
মুজিব মানে স্বাধীনতা,
বাঙালির ঘরে ঘরে সুখ।
মুজিব মানে শত্রু শিবিরে,
দুরু দুরু বিচলিত বুক।
মুজিব মানে বজ্র কণ্ঠে,
৭ই মার্চের তীব্র ভাষণ।
মুজিব মানে মুক্তিকামীর
দৃঢ় - প্রত্যয়ী এক আসন
২) গুল বাহার
আমি একটা ছোট্ট মেয়ে,
নামটা গুল বাহার।
দারিদ্র্যতা চীর সঙ্গী,
জোটেনা কভু আহার।
বাবা ছিল মাথার উপর,
বটবৃক্ষের ছায়া হয়ে।
প্রভুর কি যেন ইচ্ছে হলো,
গেলো পরপারে নিয়ে।
মা ছিল আগলে রাখতো,
আচলে মোদের ঢেকে।
কঠিন কর্কট রোগ এসে,
নিলো আমাদের থেকে।
এতিম হয়ে গেলাম ছুটে,
নানির আঁচল তলে।
মামা -মামী শাসনের নামে,
খোঁটা দিয়ে পিষে -দলে।
নানির স্নেহ গায়ে মেখে,
এড়িয়ে যেতাম খোঁটা।
চোখ থেকে পড়তো শুধু,
লোনাজলের দু ফোঁটা।
ঘুমের ঘরে নানি আমার,
যায় প্রভুর নিকটে।
আমি এবার একা ধরাতে,
আধার যে বিদগুটে