উল্টো নিয়মের  দেশ


এক যে আছে উল্টো দেশ,
সব রকমেই ত্যারা।
সব কাজে উল্টো পথে  
  করে সব তাঁর ছেড়া।


উল্টো করা সবার স্বভাব,
ভাও বোঝেনা কেউ।
কুকুর সেথায় কথা কয়,
  মানুষ ডাকে ঘেউঘেউ।


সাপের মতো উপুড় হয়ে
পিল পিল করে চলে।
গাধার মতো বসত করে
  কাঁদা মাখা ঘোলা জলে।


খাবার সময় মুখের মধ্যে,
   চোঙ্গা বসিয়ে দিয়ে।।
গড়গড় করে ঢেলে দেয়,
জাবরকাটে পেটে নিয়ে।


নিতম্ব উর্ধ্বে তুলে,
বায়ু-ছোড়া খেলা খেলে
বিকট শব্দ যার হয়।
  পুরস্কার মেডেল মেলে ।।।


চুরি বিদ্যা অতি সমাদৃত,
   শেখানো হয় কলাকৌশল।
চুরি ই শক্তি, চুরি ই মুক্তি
  চুরি আনে অর্থের বল।


স্বল্প বসনার জন্য
তারকা খ্যাতি ছড়িয়ে দেয় ।
কাপড় নষ্ট করার দায়ে,
কাউকে আবার  জেলে নেয়।


আগা রুয়ে গোড়ার উপর
জল ঢালা রুটিন কাজ।
লজ্জা নিয়ে বসত করা,
বয়ে আনে ভীষণ লাজ।


"সাধু ঠেকাও দেশ বাচাও"
সাধুদের কে ঢুকাও জেলে।
চোর- বাটপার  মুক্ত থাকে,
গরাদের পিছে সাধু মেলে।


শেখানোর দায়ে শিক্ষক কে,
  কঠিন সাজার রায় দিয়ে।
স্থাবর সব সম্পত্তি,
   কোষাগারে যায় নিয়ে।


উল্টো দেশে উল্টো রাজা
  উল্টো যে সাজার ধরন।
চোর তাই উল্লাসে মাতে
   সাধুদের জন্য যে মরণ।


উল্টো দেশে সিঁকির কাজে,
  শতি'র মিডিয়া তে প্রচার।
পুরুষেরা এতে গর্ভবতী
   নারী রা খায় টক আঁচার!