যাযাবর,,,,


হাট শেষে সকলেই গেল নিজ ঘরে।
খালি হাতে আঘাতে রইলাম পরে।
কত জনায় কত কিছু কিনলো নিজে।
চেয়ে চেয়ে লোনা জলে যাইলাম ভিজে।


আশা নিয়ে আইলাম হাটে,- হেটে।
থলি শুন্যই রইল, গেলো বেলা কেটে।
ভীরু কাপুরুষের মতো মাথা টা গুজে।
হাটের কোণে তে রইলাম চোখ বুজে।


কেউ দিলোনা সান্ত্বনা, না নিল সেধে।
জগৎ তৈরি পাথুরে? স্বার্থ টা বেধে?
যে যার মতো করে ছুটছে গন্তব্য।
স্বার্থপর রোবট? কটু মন্তব্য?


কেউ নিলো চাল ডাল, কেউ নিলো ভুশি।
বসে থাকাতেই আমি রইলাম খুশি।
মাঝেমধ্যে উঁকিঝুকি "বড়ো বড়ো রুই"!
রুই বলে পানি সিঁটে থাক তুই শুই!


বাজারের পণ্য হাসি মেখে  ঠোঁট - মুখে!
বলে, তুই ছো যদি মারবো তোর বুকে !
ধুর হো!  ভাগ এখান থেকে! কেন এলি?
ভরা বাজারে শুধু বাড়াস ঠেলাঠেলি!
কড়ি নেই পকেটে? শুধু থলি রাখলে?
দেবে কি কেউ? খালু,জেটা বাবা ডাকলে?


অর্থ নেই কড়ি নেই কোন ঘর ধাম।
যাযাবর আমার নাম,- হাটা ই কাম।