মুচির বেটা কামনা করে পাদুকা যাক ছিড়ে।
সেলাই করতে  আসুক আমার কাছে ফিরে।


উকিল বেটা কামনা করে কাজিয়া যাক বেড়ে।
বেশি  আদালতে এলে নোট দেখব নেরেচেরে।


চেয়ারম্যান সব সময় দুর্যোগ কামনা করে।
আধা ত্রান বিলিয়ে দিয়ে বাকিগুলো  নিবে ঘরে।।


ডাক্তার বেটা রোগবালাই লেগে থাকলে খুশি।
টেস্টে বেশি ফি নিয়ে জোকের মতো খাবে চুষি!


ধনী চায়না গরীব যাক অর্থ- বিত্তে  এগিয়ে।
গরীব কে নুইয়ে রেখে সালাম নিবে ভাগিয়ে।


শিক্ষক চায় বেশি করে শিক্ষার্থী কে বিদ্যালয়ে।
জ্ঞানের আলো জ্বালিয়ে  পাঠাতে বিশ্বজয়ে।


স্ত্রী চায় স্বামীর থলে তে মালামাল কতো?
মা চায় ছেলের মুখে -পেটে ভরা না খালি অতো?


চিত্রকর কামনা করে ফেকাসে হউক রঙ।
তুলির আঁচরে রঙ মেরে সাজবে নব সঙ।


পুলিশ ভাবে মানুষ থাক আইন আদালতে, পকেট ভরে টাকা কামাবে পথে কিবা বিপথে।


মেকার চায় নষ্ট হোক টিভি, ফ্রিজ বা ফ্যান।
গ্রাহক যতো আসবে ভালো ভাগ্য লক্ষ্মী যেন।


দর্জি চায় পোশাক পুরনো হউক তাড়াতাড়ি।
মজুরি নিয়ে তার দোকানে আসুক সরাসরি।


স্বার্থের জন্য এইভাবে কু -ধারণা পোষণ।
মানুষ বড়ই অকৃতজ্ঞ- নেয় প্রভুর আসন।


মানুষ সৃষ্টি করে প্রভু নিলে খাদ্যের ভার।
অথচ আমরা পেরেশান  অকৃতজ্ঞ বেশুমার।