অভিমান


চেনা শহরেও বৃষ্টি নামে কত !
সব চোখে তো দৃষ্টি থাকে না, তাই দেখেনা "চোখের জলে পাথর ক্ষয়ের ক্ষত!"
তবে সে ছলনা করে না অকারণে মরীচিকার মত!
যে শহর প্রিয় এত ভীষণ ছিল, ছবি আঁকা পটে!
আজ তবে "অকারণের" উপাধি স্বরূপ পুরস্কার পাওয়া, প্রাপ্য ছিল বটে!
বিশ্বাসের পরাকাষ্ঠা তে "অহংকার" স্থান পায় যখন,
চেনা শহরো অচেনা লাগে, সুখের মায়া যে, অন্য শহরে তখন!
সুখের শহরে গা ভাসিয়ে, যে আবেগ হয়েছে হারা!
ভালো থাকুক, "সে সব আবেগ মিথ্যে ছিল" বহু যত্নে, প্রমাণ করেছে যারা!  


                                 -সৌরভ চক্রবর্তী