শুধু পাথর হয়েই থেকো


পাথর কেটে রূপ দিই তোমায়, আমি মূর্তিকার ।
জাতির মাটিতে উপেক্ষিত আমি শুনেছি সবাই বলে, সে হাতেই তো তোমায় গড়ি,
তুমি কি জানো, " মূর্তি তুমি কার? "
হৃদয় ঢালা সৌন্দর্য্যে যখন তৈরী করি তোমায়!
তখন তুমি ,অনেক অনেক অনেক কাছের জানো!
তাই তোমাকে সম্পূর্ণ করতে চায় না হৃদয়, কেন তুমি জানো?
মন্দির বেদীতে তুমি প্রতিষ্ঠা পাবে যবে,
তোমার চরণ স্পর্শ করার অধিকার আমার যাবে!
ওরা আর আমাকে তোমায় স্পর্শ করতে দেবে না,
তুমি কি জানো?
আমার সেই ছোট্ট মেয়েটি, যে তোমায় গড়তে সাহায্য করেছিল!
তুমি কি চিনেছো তাঁকে?
ঠিক ভেবেছো, আমি তাঁর কথা ই বলছি,
যে তোমার তৃতীয় চক্ষুটি নিজের হাতে গড়েছিল!
সেও কাল, তোমার মন্দিরের দশহাত দূরে দাঁড়িয়ে তোমাকে দেখার অধিকার পাবে!
আর চোখের জল মুছতে মুছতে, তোমার বিরুদ্ধে অভিযোগ জানাবে আমার কাছে!
ওকে ক্ষমা করে দিও, ও যে অনেক ছোট!
তাই জাত ধর্মের কথা না বুঝে আমাকে প্রশ্ন করে -
" বাবা, পাথর গুলোকে ভেঙে তুমি ঈশ্বর করো কেন? "


                  "অপূর্ব সংকলন"
                   সৌরভ চক্রবর্তী
                   (02-08-2016)