দূরে দৃরে কে করে খেলা অবেলায়।
এমন নির্মম দৃশ্য কেন আজ সীমানায়,


সমুদ্রে আছড়ে পড়ছে ঢেউ অনবরত
কে আজ সূরে বেসুরে জাগিয়ে তুলে
অনন্তকালের স্মৃতি অনন্তকালের গীতি!


কি হবে কি হবে তাহলে কি প্রাণের অস্তিত্ব
অনায়াসে ডুবে যাবে।
না এ হতে পারে না কিছুতেই না অসম্ভব!


তবে-যে চলে যাই থাকে ফেরানো দাই,
কি আর হবে যে যাবার সে তো যাবেই
আছ নয়তো কাল!


কাল নয়তো কোনো বিষন্ন খড়াই যে যাবার
সে যাবেই।চিরমায়া তোমার কপালে চুম-নির্ঘুম?