বন্ধু বলতে ছিলো এক,কিন্তু সে ও চলে গেছে চাকরিসূএে দূরঅনেক
পড়ে গেলাম আমি একা,লাগলো সমুদ্রতীরে বসে আছি একা
একা একা লাগলাম থাকতে,একাকিত্বকেই নিলাম বন্ধু হিসাবে
দুঃখ,কস্ট সবই ভাগ করতে লাগলাম নিজেরই মধ্যে
হয়ে উঠলাম নিজেরই সব..দুঃখ,কস্ট গেলো সব দূরে..
বন্ধু ছাড়াই বাঁচতে পারি তা বুঝতে পারলাম আস্তে আস্তে
বিপদ এলে নিজেকে যুদ্ধাহিসাবে দিলাম দাঁড়িয়ে
থাকে না কেউ সেই সময় ধারে পাশে
তাই নিজেকেই ধরে ফেললাম শক্ত ভাবে
বন্ধু,বান্ধব,আত্মীয়সজন যতই থাকুক পাশে
কিন্তু প্রকৃত ভাবে থাকে না কেউ ধারে পাশে
নিজেকে গড়েতুলো একাকিত্ব ভাবের মনে
যাতে কেউ দূরে গেলে তুমি ভেঙ্গে পড়ো না একাকিত্বের অভাবে।