আসছে পুজো,আসছে পুজো
এই কোলাহল নেই যে আর এইবার
কত আনন্দের সময়টাও যেন নিষ্প্রাণ
মায়ের কত সন্তান আজ অসহায়
তারমধ্যে মাও এবার আসছে দোলায়
মহামারী ধ্বংসরূপে মায়ের এইবার আগমনী
আশারাখি মায়ের করুণায় যাবে এই করোনারূপী মহামারী
কত ঘরের অন্য যে জুটে না এখন
মা,বাবার সামনেও বাচ্চারা কাতর হচ্ছে ক্ষণের পর ক্ষণ
হাতেও যে এখন টাকার লেশমাত্র নেই যে দেখা
কি করে মা-বাবারা বাচ্চাদেরকে দিবে হাসি তুলে একফুটো
মাগো তুমি এবার এসো তড়িঘড়ি
সাথে নিয়ে যাও দুঃখ পরিহাসের এই সময়টি
চোখের সামনে দেখে এইসব আমাদেরও লাগছে না আর ভালো
মা হয়েও তোমার কতটুকু যন্ত্রনা,তা বুঝতে বাকি রইলো না আরো।