অন্ধকারের নিশি রাএে নেই যে আলোর দেখা
ঘুরতে এসে হারিয়ে গেলাম অচেনা একটি জায়গায়
অন্ধকারের এই রাত্রে নেই যে কোনো রেশ
জিনিপুকের আলো আর অজানা আওয়াজে নিচ্ছে আমাদের বেশ।


বিকেল বেলা বেরিয়েছিলাম পথিক হয়ে আমরা
হঠাৎ সিদ্ধান্ত আর সাথে সাথে সেই জায়গায় যাওয়া।
ভাবিনি তখনও আমরা, হয়ে যাবে রাত
যদি বুঝতাম তবে যেতাম না যে আর আজ।


রাত্র শুধু বেরিয়ে যাচ্ছে নেই যে কিছুর দেখা
মোবাইলের আলোয় একটু একটু করে এগিয়ে আসছি আমরা
দূর প্রান্তে এক আধার আলো,হঠাৎই মিললো দেখা
তারই সাথে দীর্ঘশ্বাসে এগিয়ে এলাম আমরা।।