শব্দ দিয়ে খেলেছি অনেক,বানালাম অনেক কিছু
কবিতা,গল্প লিখে যে বুঝানোর চেষ্টা করি সবকিছু
অনেক চিন্তা, অনেক আশা সবই লেখার দ্বারাই প্রকাশ
তাও আমি ব্যর্থ এক,ব্যর্থ আমার সব প্রকাশ
চিন্তাধারার ক্ষমতা যে রুখেদাড়ায় সব তোমার চিন্তায়
এতদিনের কবিতা,গল্প সব তোমার দ্বারাই প্রকাশ
লিখেছি আগেও অনেক,কিন্তু ছিলো চিন্তা ভাবনার অভাব
তোমার দ্বারা পড়েছে যে আমার উপর নতুন এক প্রভাব
নতুন করে বাঁচতে শিখেছি,তোমারই হাতের ছাড়া পেয়ে
যদি তুমি রাখতে ধরে এই হাত তবে থাকতাম না আমি এতদূরে
নিজের উপর স্থির বিশ্বাস করে...