ব্যর্থতার মুখোশ পড়ে রয়েছে আমি হাজারো মানুষের মধ্যে
ব্যর্থতার কথা জিজ্ঞেস করার মানুষগুলো নেই যে আর পাশে
ব্যর্থতা যখন অগ্রসর হয়, আপনজন ও তখন পিছু হয়..
সেই অবহেলাই যেন নিচ্ছে ভয়ঙ্কর পরিণয়।


বড় হয়ে নেই যে আর আগের আমি
ছোটবেলাই ছিল যেন সোনার তরী
এখন আর বলে না কেউ "কি করছিস রে তুই বাপ”।


কত স্বপ্নই না ছিল সেই ছোট্ট মনে
কিন্তু বড় হওয়ার সাথেই বদলে গেল সব বাতাসের গতিতে
সাথে যেন ব্যর্থতায় পেয়েছে আমার ঠিকানা।


লুকিয়ে লুকিয়ে ঘুরছি আমি
যদি কোনো প্রশ্নের সম্মুখে পারি
শান্তির আশায় যেন আমি চারিদিকে ঘুরি৷