কি আশা করছো তুমি প্রকৃতির কাছে?
ভালো কিছু পাওয়ার ! কি দিয়েছো তাকে?
লাল হয়ে আছে হাতগুলো প্রকৃতির ধ্বংসের রক্তে;
তাও কি চাও তুমি প্রকৃতির থেকে বিপরীতে!
নিজের হাতেই তো করেছো তুমি ধ্বংসের নগ্ন খেলা,
আবার কি করে আশা করো পাবে তুমি অক্সিজেন পরিপূর্ণতা।
অবহেলার মুখে ছিলো পরিবেশের গাছপালা
মহামারী বুঝিয়ে দিলো তার আসল ক্ষমতা
যে দিকে দেখি সেইদিকেই শুধু অট্টালিকা
কিলোমিটারের মধ্যেও যে গাছপালার থাকেনা দেখা
আবার কি করে আশা করো অক্সিজেনের পরিপূর্ণতা..
অক্সিজেনের অভাবে যাচ্ছে হাজারও মানুষের প্রাণ,
এখনও যদি না বোঝো তাহলে হয়তো পরিবর্তে আপনার নাম।