কেটে গেলো কতো কতো কালপ্রহর কতো নিশিদিন
আশায় ছিলাম আমি,আমার স্বপ্নগুলোও একদিন হবে রঙিন।


শিক্ষা দীক্ষা শেষ করে ঘুরছি আমি চাকরির খুঁজে প্রতিদিন,
সিফারিশ ছাড়া হয় না যে এখন আর কিছুই
তাই খালি হাতেই ফিরতে হয় প্রতিদিন৷


ঘরে এসেও আবার শুনতে হচ্ছে অনেক কথা
"আমার দ্বারা হবে না কিছু"
সেই শব্দটা এখন দিচ্ছে প্রতিদিন শরীরের গাতা।


বুঝাতে পারছি না আমি কাউকে...করছি আমি হাজারো প্রচেষ্টা,
আমি কি নিজেও চাই না?
আমার জীবনের সব স্বপ্নগুলোকে রঙিন করিবার চেষ্টা।