পরিবার দাঁড়িয়েছিল বড়দের অবদানে
এখন নিংড়ে যাচ্ছে সবকিছু তোমাদের ব্যবহারে
পুরনো দিনগুলো যে ছিলো সোনার তরী
সেগুলো দেখেছি তাই আমরা মানি..
প্রত্যেক পরিবার যে ছিলো আদরের বাধনে
সুখ দুঃখে সবইয়ে থাকতো গঠবন্ধনে
বিপদের সম্মুখে ঝাপিয়া পড়তো সবাই
এখনের মতো স্বার্থপরতা ছিলো না তখনকায়..