আমি আর আসবো না গো
আসবো না !
আমি আর তোমায়
ভালোবাসবো না -
যদি না শোনাও আমায়
একটি দুটি প্রেমের কলি !
যদি না খেলো সখী
আমার সাথে হোলি !


রঙের উৎসবে ঐ হোলি এলো,
চারিদিকে তাই দোল-খেলা
সেদিনের আবির আর রঙের খেলায় -
মনে পড়ে গেছিল তোমার কথা!
এলরে এল ,হোলি এল
এল রে সেই খুশির দিন
এসে গেছে হোলির ফাগুন।
এই বসন্তের রঙ লাগলো  মনে,
খেলবো রে আবার নতুন করে
সাজবো আবার নতুন ভাবে


রঙ লাগলো সবার মনে
রঙের উৎসবে মেতেছে সব,
মাখিয়ে দেব রঙ আপন জনকে;
আজ দোল লেগেছে সব হৃদয়ে,
দোল লেগেছে সকল প্রাণে!
এই দোল-খেলায় কী যে জাদু,
যারা-ই মাখে তারা-ই জানে।
মনের ভিতর রঙের খেলায়,
এই হৃদয়েতে দ্যায় যে দোলা!
বসন্ত আজ এসেই গেছে মনে,
তাই দখিন-দুয়ার খোলা !