তোমার প্রেমে পাগল আমি,
কি করে বলি গো তোমায় ।
বলতে পারি না কো লজ্জায় ,
এ  বুক  যেন  ফেটে  যায় ।
এ  বুকের  মণি   কোঠায় ,
যত্ন করে রেখেছি তোমায়।
কখন আসবে গো তুমি ?
চেয়ে থাকি তোমার অপেক্ষায় ।
রূপরাজ্যের পরি গো তুমি ,
যেন ভোরের ফোটা ফুল ।
শিশির ভেজা পাপড়ি তুমি ,
সুবাসে আমায় করে আকুল ।
বিধাতা যেন সুনিপুণ হাতে ,
পুষ্প দিয়ে গড়েছে তোমায় ।
তাই ভ্রমর হয় সেই ফুলে ,
অবুঝ মন উড়ে যেতে চায় ।
তোমার পায়ের নুপুর ধ্বনি ,
সদাই বাজে মোর কানে ।
কাজল কালো আঁখি দেখে ,
শুধু চেয়ে থাকি তোমার পানে।
কি অপরূপ তুমি ! এ বসুধায় ,
তোমার মত গো কেহ নাই ।
অবুঝ মন তাইতো বলে যায় ,
কতইনা ভালোবেসেছি তোমায়।