নিজের প্রতি হয়নি খেয়াল,হয়নি কোনো দিনও-
তোরই মাঝে আছে আমার,কেন এতো মিল?
তোরই মাঝে মগ্ন ছিলাম,তোরই মাঝে বিলীন-
তবু কেন মুখখানি তোর এতটা মলিন!


তোরই জন্য বসে আছি,দৃষ্টি মেলে আঁখি-
নিজেকে আর দিবিরে তুই,কত যে ফাঁকি?
তোরই সাথে জমে আছে,কথা অনেক বাকি-
তবু কেন কহনা কথা,বলতে বারন নাকি!


তোরই জন্য সকাল-দুপুর আছে ভাবনা-
কিছু চাই না আমি,শুধু যে চাই তোকে,তাও কি পাব না আমি?
তোরে আমি আমার থেকে,কাউকে দিব না-
তবু কেন থাকবি রে তুই,মিছে ভাবনায়!


মনটা আমার তোরে শুধু খুবই দেখতে চায়-
বলবি কি তুই,এটা কি শুধু আমার দায়?
ঘুমের মাঝেও মনটা আমার শুধু ছুটে যায়-
তবু ও কেন তোর মনটা দেয় না একটু সায়!


কতটা দিন হয়নি কথা,ভাবছি শুধু তাই-
আমার কথা তোর কি একটু ও মনে নাই?
তোরে আমি একটা কথা শেষেতে জানাই-
খুঁজবো তোরে সারাজীবন,স্বপ্নের ডানায়!