শিক্ষাকে আদর্শ করে
ছাত্রছাত্রী ভর্তি হল প্রাইমারি স্কুলে।
মাস্টার মহাশয় শিক্ষার আদর্শ নিয়ে
এগিয়ে এলেন মহান বলে।
কোনো ছাত্রছাত্রী আদর্শবান,
আবার কোনো ছাত্রছাত্রী আদর্শহীন।
আদর্শহীন ও আদর্শবানের মাঝখানে
এগিয়ে তুললেন মহামিলনের স্থান।
এর মধ্যে শিক্ষালাভ করতে করতে
এগিয়ে গেল ছাত্রছাত্রী।
হয়ে উঠল দেশবিদেশের যাত্রী।
অনেক ছাত্র ছাত্রী শিক্ষার স্থানে
হলো মহান।
পেয়ে গেল দেশবিদেশের শ্রেষ্ঠ স্থান।
একদিন বৃদ্ধ মাস্টার মহাশয়।
রাস্তায় চলতে চলতে ক্লান্ত হলেন,
হঠাৎ বিদেশি ছাত্রটিকে দেখতে পেলেন
আনন্দ মনে কান্তিকে দাবিয়ে রেখে
মাস্টার মহাশয় এগিয়ে এলেন
ছাত্রটির দিকে।
কাঁপা কাঁপা স্বরে তাদের জড়িয়ে ধরার আশায়
বিদেশি ছাত্রটি মুখ ফিরিয়ে নিল
অহঙ্কারের নেশায়।।
অহংকার পতনের মূল
এরা সবার চক্ষুশূল
কেউ যেন করে না এমন ভুল।
সুন্দর কবিতা। ভালো লিখেছেন। লিখতে থাকুন মনের আনন্দে ।
সুন্দর অহংকারী ছাত্রের কাব্যিক চিত্রায়ণ।
পুঁথিগত শিক্ষা আছে কিন্তু প্রকৃত শিক্ষার অভাবে হয়েছে এমন স্বভাব।
ভালো লাগলো
আন্তরিক অভিনন্দন জানবেন সম্মানিত কব।
পিতা মাতার পরে শিক্ষকের স্থান।
শিক্ষিতের আচরন কখনো এমন হতে পারে না।
সুশিক্ষায় শিক্ষিত হোক প্রতিটি শিক্ষার্থীর অন্তর, কামনা অনন্ত।
ভীষণ মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন অবিরাম।
সুন্দর নিবেদন।
ছন্দে-ছন্দে,মর্ম-বেদনা মাখা পংক্তিমালায় রচিত
জীবনের এক তিক্ত সকরুণ অথচ বাস্তব অভিজ্ঞতার সফল কাব্যিক চিত্রায়ণ ৷
চরম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে...
শুভেচ্ছা অশেষ কবি।
হু।
অনন্য কাব্য লিখন।
বাস্তব কখনো বা কখনো।
সুন্দর কাব্য
অনন্য চয়ন, পাঠে মুগ্ধ মন৷
এই শিক্ষা নিঃসন্দেহে লক্ষ্যহীন!
যার খেসারত দিচ্ছে বিশ্ব-সমাজ!
অনন্য ভাবনার সুন্দর উপস্থাপণ।
মুগ্ধতা রেখে গেলাম প্রিয় কবি।
শুভ কামনা রইল।
শিক্ষা তার পূর্ণতা পায়নি। কঠিন বাস্তব।
ভালো থাকুন। সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।
খুবই বাস্তব, এখন এমন দিনও দেখতে হচ্ছে। বেশ ভালো লাগলো, অশেষ শুভকামনা কবির জন্য।
বাহঃ কি অপূর্ব লিখেছেন সম্মানিত কবি।। অসাধারণ একটা কবিতা উপহার দেবার জন্য আন্তরিক শুভেচ্ছা। শুভকামনা রইল।।
অপূর্ব উপস্থাপনা
চোখে জল আসে,
শ্রদ্ধা, কৃতজ্ঞতা অবশ্যই প্রয়োজন
আন্তরিক অভিনন্দন রইল প্রিয় কবি
খুবই বেদনা দায়ক ক্ষণ। দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি। হার্দিক শুভকামনা রইল।
দারুণ! তবে সব ছাত্র-ছাত্রী অহংকারী নয়।
শুভেচ্ছা রইল।
খুব সুন্দর লিখেছ কবি।
অহঙ্কার ই মানুষের পতনের কারণ।
অনেক শুভকামনা রইল প্রিয় কবি।
ভালো থেকো।
সুন্দর কাব্যিক প্রকাশ।
ভালো একটি কবিতা পরিবেশনের জন্য অভিনন্দন।
সাথে শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন স্বপরিবারে এই কামনা করি।