ভাবছি বসে গাছের নীচে,
নীল আকাশে চেয়ে।
কী লিখি যে তোর নিয়ে,
তা ভাবছি বারে-বারে।


নাম যে তোর সুস্মিতা,
শান্ত মন আর আনন্দীতা।
নম্র তোর কন্ঠস্বর,
মৃদু ভাষী কথ্য তোর।


বন্ধুত্বপূর্ণ তুই,
সর্বে জানে সেটা,
তুই আমার বান্ধবী ও সখী সুস্মিতা ।।