ভাবছি বসে গাছের নীচে,
নীল আকাশে চেয়ে।
কী লিখি যে তোর নিয়ে,
তা ভাবছি বারে-বারে।
নাম যে তোর সুস্মিতা,
শান্ত মন আর আনন্দীতা।
নম্র তোর কন্ঠস্বর,
মৃদু ভাষী কথ্য তোর।
বন্ধুত্বপূর্ণ তুই,
সর্বে জানে সেটা,
তুই আমার বান্ধবী ও সখী সুস্মিতা ।।
ভাবছি বসে গাছের নীচে,
নীল আকাশে চেয়ে।
কী লিখি যে তোর নিয়ে,
তা ভাবছি বারে-বারে।
নাম যে তোর সুস্মিতা,
শান্ত মন আর আনন্দীতা।
নম্র তোর কন্ঠস্বর,
মৃদু ভাষী কথ্য তোর।
বন্ধুত্বপূর্ণ তুই,
সর্বে জানে সেটা,
তুই আমার বান্ধবী ও সখী সুস্মিতা ।।
এখানে এপর্যন্ত ৪৫টি মন্তব্য এসেছে।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.
সুপ্রভাত কবি।
অনেক অনেক শুভেচ্ছা ।
ভালো থাকুন , অনেক দিন দেখিনা কথা হয়না।। রক্তিম শুভেচ্ছা ।
প্রিয়কবিকে শুভজন্মদিনে, শতসহস্র শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা । সাথে নব বছরের শুভকামনা ।
বেশ ছন্দোময় লেখা
সুন্দর কাব্য লেখা। শুভকামনা নিরন্তর।
খুব সুন্দর
ভীষণ সুন্দর কাব্য লেখা। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
প্রিয় বান্ধবীর জন্য রচিত ছড়া কাব্যটি সুন্দর হয়েছে|
প্রিয় কবিকে আমার অশেষ শুভকামনা জানাই|
মনমুগ্ধকর ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
সুন্দর ছড়া কবিতা।
শুভেচ্ছা রইল ,কবি।
প্রিয় বান্ধবী দীর্ঘজীবি হক কবি দিদি অনেক শুভ কামনা
অপূর্ব রচিলেন য় কবি।
মনোমুগ্ধকর কাব্যিক প্রকাশ,
প্রিয় কবিকে জানাই শুভেচ্ছা একরাশ।
হার্দিক শুভ কামনা রইল।
ছন্দ কাব্যকথায় দারুণ প্রিয় কবি। শুভকামনা রইল।
অপূর্ব
অনুপম ছড়া লেখনী।।
হার্দিক শুভেচ্ছা জানবেন সম্মানিত কবি।
সুস্থ থাকুন কামনা সতত ।
প্রিয় বান্ধবীকে নিয়ে সুন্দর ছড়া। বেশ ভালো লাগলো প্রিয় কবি। অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
বাহ! চমৎকার! বন্ধুত্বের অতল গভীরতা থেকেই এমন নৈবেদ্য ভেসে ওঠে। এ বন্ধুত্ব অম্লান থাকুক চিরদিন এই কামনা রাখি। শুভকামনা প্রিয় কবির জন্য।
বান্ধবীকে নিয়ে দারুন একটা মিষ্টি কবিতা পড়লাম।
খুবই ভালো লাগল, এ বন্ধুত্ব দীর্ঘায়ু পাক,
এমনটাই কামনা করি প্রিয় কবি।।
শুভ কামনা রইল দু'জনার জন্যই।
চমৎকার লেখা।। ভালো লাগল।। হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা রইল প্রিয় বরেণ্য কবি ভাল থাকবেন সুস্থ থাকবেন সবসময়।।
আনন্দীতা সুস্মিতা চিরদিন সখী হয়ে থাক আর থাক তাঁর রূপে-গুণে স্থিরতা ।
প্রিয়কবিকে হার্দিক শুভেচ্ছা ।- অভিভূত, সুন্দর মন্তব্যে । ভাল থাকুন সদা ।
সুন্দর উপস্থাপন ।শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
লিখতে থাকুন কবিতার সাথে থাকুন
শুভকামনা অবিরাম
সুন্দর নিবেদন।
মুগ্ধতায় শুভেচ্ছা একরাশ প্রিয় কবি।