মল্লিকা নামে আমার এক বন্ধু আছে,
তার মন ছন্দে আছে।
চঞ্চল ও ক্রোধ স্বভাবী,
নানা রকম খামখেয়ালির।
ভালোবাসার গন্ধে ভাসে,
অট্ট হাসির গল্পে মাতে।
যখন-তখন বাজার করে,
অবশেষে ঘুমের ঘরে।
আমার কথা শুনলে পরে,
রাগ করে অবশেষে।
সুখ-দুঃখের স্বপ্ন দেখে।
মল্লিকা নামে আমার এক বন্ধু আছে।
ভারি সুন্দর লিখেছেন । অনেক শুভেচ্ছা
ভালো লাগলো কবিতা ।
রক্তিম শুভেচ্ছা ।
ভালো লাগলো কবি।
মিষ্টি ও মজাদার ছন্দের ছড়ার মাঝে ধরা পরেছে গভীর বন্ধুত্বের টান ! অসাধারণ!!
ভীষন ভালো লাগলো কবি।
বন্ধুকে নিয়ে দারুন ছড়া কবিতা! ভীষণ ভালো লাগলো প্রিয় কবি। ভাল থাকুন সুস্থ থাকুন নিরন্তর।
বন্ধু, তুমি বন্ধুই থেকে যাবে
অমর হলে আজকে তুমি
এই কবিতার ভাবে।
ভালো লাগলো খুবই। শুভেচ্ছা।
মল্লিকা বন্ধবী/বন্ধু, বেশ ভালো স্বভাবসুলভ বর্ণনা। বন্ধুত্ব অটুট থাক এই কামনায় করি।
আরো গাঢ় হোক বন্ধুত্ব।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন সম্মানিত কবি।
মনের কত অদ্ভুত মিল! মুগ্ধ হয়েছি প্রিয় কবি।
মল্লিকার সঙ্গে প্রিয় কবির বন্ধুতা মধুর থেকে মধুরতর হোক।
হার্দিক অভিনন্দন।
সুন্দর ভাবনার কবিতা
ভারি সুন্দর কাব্য কথাকলি। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
বেশ!
শুভেচ্ছা কবি ও মল্লিকার জন্য।
খামখেয়ালি বন্ধুটি ভালো । অনন্য কাব্য । শুভেচ্ছা রইলো কবি । ভালো থাকবেন ॥
পাতায় নিমন্ত্রণ রইলো ।
শুভ সন্ধ্যা ।
সুন্দর প্রকাশ
বন্ধুর স্মরণে আঁকা দারুন ছন্দসুধা।
খুবই ভালো লাগল প্রিয় কবি।
শুভ কামনা রইল।
কবিতাটি ভাল হয়েছে, বেশ ভাল লাগল!! শুভকামনা রইল প্রিয় কবিবর।।