আমরা সবার,আমরা সকলের।


আমাদের জন্মের প্রক্রিয়া এক,
আমাদের পৃথিবী এক।


আমরা বেঁচে থাকার লড়াই করি,
আমরা মরণ কে বরণ করি।


আমাদের প্রেমের ধরণ এক,
আমাদের বিরহ এক।


আমাদের সবাই এক,আমরা অভিন্ন,
আমরা পরিবর্তিত,আমরা পরিবর্তক।


আমরা বর্ণবাদহীন হবো,
আমরা হবো অহিংসু।


আমরা দারিদ্র্যতার গ্লানি মুছে দেবো,
আমরা হবো কালজয়ী।


আমরা বৃদ্ধ ভিখারির দেহে খুঁজে নেবো
আমাদের বাবার প্রান,
আমরা জরাজীর্ণ বৃদ্ধার চেহারায় খুঁজে নেবো
মমতাময়ীর ছাপ,
আমরা পথশিশুর মাঝে খুঁজে নেবো
আমাদের সন্তানের মুখ।


আমরা বিলিয়ে দেবো আমাদের সুখ,
আমরা হটিয়ে দেবো দুঃক্ষ।


আমরা হবো আমাদের,আমরা হবো সকলের।


১৫.০৭.২০২০
নিজবাড়ী