সভ্যতার বিচারে আমরা অসভ্যতার জাল বুনি,
ভ্রষ্টতায় আমরা নান্দনিক সুখ খুঁজি,
স্রষ্টাকে না চিনে আমরা সৃষ্টিকে পরমেশ্বর ভাবি।


অতঃপর আমরা দিন-দিন হয়ে উঠি স্বৈরাচার,
হয়ে উঠি অমানবিক এক কংকাল।


ইতিহাসকে আমরা গল্প ভাবি,
আর গল্পকে ইতিহাস।
প্রেমকে আমরা অঙ্গার ভাবি,
আর অঙ্গারকে প্রেম।


অতঃপর আমরা মনুষ্যত্বের খাপ ছেড়ে হারিয়ে যাই নৈসর্গিক এক কল্পনায়।


আমরা মানুষ হবো কবে?
নাকি আমরাও হিংস্র প্রানীর ধাঁচে তোলা?
নাকি আমাদের অন্যকোনো নাম আছে?


হবে হয়তো, আমরা তো এরকমই
ধৃষ্টতা আমাদের মসৃণ চাদরের মত,মিথ্যে যেনো রাজমুকুট।


২৭.৭.২০২০
নিজবাড়ী