কেল্টু মিঞা চলছে জোড়ে
পাজামা'টা তার ঢিল
হঠাৎ করে চিৎকার শুরু
কিলের উপর কিল।


কেল্টু মিঞা ভেবেই না পায়
এমন কেনো হলো?
অন্ধ আমি, দেখিনা কিছুই
সত্যিটা কী বলো।


হাঁক-ডাক ছেড়ে, লোকেরা বলে
পাজামা তোর কই?
মেয়ে দেখলে হুশ থাকেনা
যৌবন করে হৈ-চৈ?


কেল্টু মিঞা অবাক যেনো
মুখে কিছু না কয়,
ভিক্ষের বাটি হাতড়িয়ে হাতড়িয়ে
নিরবে সব সয়।


সমাজ এখন এমন হয়েছে
মিথ্যার ছায়ায় ঢাকা
ভালো মানুষ খুঁজতে গেলে
সমাজটা'ই যে ফাঁকা।


কেল্টু মিঞা বসেই থাকে
মুখটা ভারী কালো
বিনা দোষে, ভালো করেই
প্রতিদান'টা সে পেলো।


১৪.০৭.২০২০
নিজবাড়ী