কলমটা আমার বড়ই কিপ্টে
যায়না কিছুই লেখা,
আমিও তাই বসে থাকি
ঠিক যেনো এক বোকা।


গল্প ভরা চারপাশে আজ
চরিত্র ও নেই কম,
লেখার দেশে লেখক বোঝাই
ব্যবসা রমারম।


কলমটা যে দেখতে ভালো
কোম্পানিটাও বেশ,
দেহটা তবে বেজায় অলস
অল্পতেই শেষ?


হঠাৎ দেখি কলমটা নয়
অলস'টা যে আমি,
কলমটা আমার ভালোই চলে
করেনা সে কিপ্টা'মি।


সোমবার,০৬.০৭.২০২০
নিজবাড়ী