বাইরে ফোটা-ফোটা বৃষ্টির জড়া-জড়ি।


জানালার গ্রীল ঘেষে বৃষ্টির হালকা আদ্রতায় মেঘলা আকাশ দেখার অনুভূতিটা যেনো ঠিক এরকম,


ঠিক প্রেমহীন জীবনের ব্যর্থ অনুভূতি,
একদম রসহীন, স্বাদহীন, পানসে এক অনুভব।


আমরা এরকম, এবং এরকমই,
প্রেমের ঘোরে পা দেইনা কখনও।


কিন্ত প্রেমহীন জীবনের পানসে স্বাদ উপভোগ করি
খুব ঘটা করে,
ঘন্টায় ঘন্টায় নতুন নতুন স্বপ্ন দেখি
অদ্ভুত ভাবে সাজিয়ে তুলি নতুন নতুন তিলোত্তমাকে।


আমরা এরকম,
পৃথিবীর শুরু হতেই এরকম,
এবং শেষ অব্দিও।
২৮.৪.২০২০


#এখানে বিশেষ শ্রেনীর মানুষের কথা উল্লেখ করা হয়েছে, যারা নিজেরা কখনোই প্রেম করেনা বরং প্রেমহীন জীবনের পানসে স্বাদ উপভোগ করে।